ফেসবুক এখন সবার হাতে হাতে এবং ফেসবুক বিজ্ঞাপণ হলো সবচে চেয়ে সহজ এবং স্বল্প খরচে লক্ষ লক্ষ মানুষের চোখের সামনে তুলে ধরা যায়।
কিভাবে স্কুল, কলেজ, ইনস্টিটিউট, ইউনিভার্সিটির বিজ্ঞাপন বা ফেসবুক এ্যাড দিয়ে ছাত্র ভর্তি করা হয়ঃ
ভর্তি বিজ্ঞপ্তি এর ফেসবুক বিজ্ঞাপন শুরু করার আগে যে বিষয় গুলোও উপর গুরুত্ব দিতে হবেঃ
১) উপস্থাপনাঃ ফেসুবক বিজ্ঞাপন প্রথম গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি আপনার বিজ্ঞাপন টা কিভাবে উপস্থাপনা করছেন। ফেসবুকে মানুষ যখন ব্যবহার করে তখন – কেউ আপনার বিজ্ঞাপন দেখতে আসে না। সবাই সবার বন্ধু, খবর বা এন্টারটেইনমেন্টের এর জন্য আসে- তাই আপনাকে এমন ভাবে উপস্থাপনা করতে হবে যেন এক দেখাতেই বিষয় বস্তু পরিস্কার হবে যায়, আপনি যা বুঝাতে চাচ্ছেন।
উপস্থাপনার প্রধান হলো পোস্ট ইমেজ/ ছবি/পোস্টার ডিজাইন এবং দ্বিতিয় হলো লেখা। ছবি বা ডিজাইন তৈরি ক্ষেত্রে অবশ্যই ফেসবুক এর নিয়ম মতে দিতে হবে – তার মধ্যে সবচেয়ে গুরুত্ব হলো ২০% এর কম জায়গায় লেখা। হলি হক ফেসবুক এ্যাড – এর তথ্যা অনুযায়ী – ২০% লেখার বিস্তারিত এখানে জানুন।
পোস্ট এর লেখার সময় যে বিষয় এ খেয়াল রাখতে হবেঃ লেখাতে যেন
——- মেইন অংশ ————-
ভর্তি চলছে —
শ্রেণী, ক্লাশ, সাবজেক্ট
ভর্তি তথ্য ফোন নংঃ
ভর্তি বিবরণঃ এক লাইনে
ভর্তির শেষ তারিখঃ
—— মেইন অংশ শেষ ————-
—— বিস্তারিত অংশ ————-
আপনার প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত
কেন আপনার প্রতিষ্ঠানঃ
উপসাংহারঃ
ঠিকানাঃ
—— বিস্তারিত অংশ শেষ ————-
২) উপযুক্ত সময় এবং প্লানঃ আপনি কোন সময় বিজ্ঞাপন ফেসবুকে সাবমিট করলেন, কত দিন চলবে এবং বাজেট কেমন হবে – এটার উপর একটা প্লান তৈরি করতে হবে। যদি রেজাল্ট না আসে তাহলে প্লান বি তৈরি করতে হবে।
৩) সঠিক অডিয়েন্স নিবার্চন করাঃ ঢাকা ২০১৮ (জুন) তথ্য অনুযায়ী ২কোটি মতো ফেসবুক ব্যবহার কারী আছে – তাই সবাই তো আপনার টার্গেন অডিয়েন্স হতে পারে না- তার জন্য আপনার সাঠিক অডিয়েন্স নির্বাচন কার খুব জুরুরি। বিভিন্ন টুলসের মাধমে এবং “এ” “বি” টেস্ট এর মাধেমে – বয়স, লিংঙ্গ, ইন্টারেষ্ট অনুযায়ী অডিয়েন্স নিবার্চন করা যায়। হলি হক ফেসবুক এ্যাড – এর মাধমেও সঠিক ভাবে তা নির্বাচরন করতে পারেন।
ফেসবুক ভর্তি বিজ্ঞপ্তি ডিজাইন
Admission facebook post design template
নিচে কিছু ভর্তি বিজ্ঞাপণের উদাহারণ দেওয়া হলোঃ






হলি হক ফেসবুক এ্যাড পেকেজ গুলো দেখতে ক্লিক করুন