পোষ্ট বুস্টে কিভাবে ২০% লেখা দিতে হয়

Facebook Advertising এর জন্য সব ধরণের ছবি বা ইমেজ ফেসবুক গ্রহন করে না। তার মধ্যে অন্যতম হলো ছবিতে লেথা–

ফেসবুক নিয়ম অনুযায়ী ছবিতে ২০% এলাকার বেশি লেখা থাকলে এ্যাড approved করে না।

নিচের ছবি টি দেখুন কি Message দেয় ফেসবুক বেশী লেখা দিলেঃ

facebook ad limited text for image

কিভাবে পরিক্ষা করবেনঃ

ফেসবুক এর দ্বারা আপনি পরিক্ষা করতে পাবেন যে- আপনার ছবি/ইমেজ এ ২০% লেখা আছে কিনা?
আপনি এই লিংকে ক্লিক করুন (অবশ্যই Desktop/Laptop থেকে করন মোবইলে হবেনা)
https://www.facebook.com/ads/tools/text_overlay
লিংকে যাওয়ার পর নিচের ছবিটির মতো দেখাবে- তখন “Upload” ক্লিককরে কম্পিউটার থেকে ছবিটি আপলোড করবেন। যদি ইমেজটি নরমাল হয় বা এ্যাড উপযুকি হয় তাহলে “ok” সবুজ রং নীল কালারের গোল করা ডানে দেখুন – এমন দেখাবে।

check image upload to facebook for boost ad

ফেসবুকে কি বলে ২০% এর বেশি লেখা দিলে – এই লিংকে গিয়ে দেখুন


আপনি যত খুশি লেখা দিন কোন সমস্যা নাই কিন্তু – ছবি বা ইমেজের লেখা কম দিতে হবে।
text restrictions on facebook ads


নিচে এ্যাড উদাহারন গুলো সঠিক ↓

perfect facebook ad sample 2018

নিচে এ্যাড উদাহারন গুলো সঠিক নয়↓