আমার একাউন্ট কেন বুস্ট অপশন দেখায়

আমার একাউন্ট কেন বুস্ট অপশন দেখায়

এই রমক ১৭০ টাকায় ৫ হাজার থেকে ১২ হাজার দেখায়- যখন কোন নিদিষ্ট ক্যাটাগরি সিলেক্ট করা থাকে না- গড় এ দেখায়। আপনি যখন ফুড ক্যাটাগরী বা ইন্টারেষ্ট গুলো নির্বাচন করবেন তখন এই রিস সংখ্যা পরিবর্তন হয়ে কমে যাবে। আর কমে যাবে যখন নিদিষ্ট এলাকা (যেমন ঢাকা, রবিশাল) , বয়স, জেন্ডার নির্বাচন করবেন তখন রিচ সংখ্যা আরও কমে যাবে।
নিদিষ্ট ক্যাটাগরী বা ইন্টারেষ্ট, এলাকা, বয়স, জেন্ডার নিবাংচন না করলে শুলু সিচ এই হবে – কিন্তু ভাল রেজাল্ট পাবেনা, কমন্টে, লাইক, শেয়ার অল্প হবে।

আমাহের হলিহকে যেমন – সব কিছু নিবার্চন করার পরও এক হাজার টাকায় বিশ হাজার থেকে চল্লিশ হাজার পর্যন্ত রিস হয়।

 

facebook-post-boost-option