
ফেসবুক-এ সফল ভাবে মার্কেটিং করতে হলে এই সহজ বা basic Facebook marketing সম্পর্কে জানতে হবে- তার জন্য নিচের বিষয় গুলো ভাল খেয়াল করুনঃ
- আপনি যে বিষয় এই বিজ্ঞাপন দিন না কেন – আপনার মনে রাখতে হবে – ফেসবুকে কেউ পন্য কিনতে বা আপনার বিজ্ঞাপন দেখতে আসেন নাই। তাই আপনার এমন কিছু উপস্থাপন বা Facebook boost post design photo / Image এবং পোস্টে স্টেটাস লেখা এমন কিছু লেখা দিতে হবে যা ভিউয়ার বা Facebook user আপনার AD post টা দেখে আগ্রহ জন্মায় ।
- মনে রাখবেন সকল মানুষই তাঁর চিন্তা অনুযায়ী সেরাই টা চায়। যদি আপননি তাকে সেরাটা বা সুবিধা দিতে না পারেন তাহলে আপনি পিছিয়ে পরবেন। আপনার সেরাটা কি বুঝতে হলে – আপনার আসে পাশে চোখ কান খুলতে হবে।
- বাজার সম্পর্কে ভাল আইডিয়া থাকতে হবে – যেমন বাস স্ট্যান্ডে বা মোড়ে মোড়ে ৮০ থেকে ১০০ টাকায় বক্সসহ হেডফোন পাওয়া যায় বা ২০০ থেকে ২৫০ টাকায় চায়না ঘড়ি পাওয়া যায়- এটা মোটামুটি সবাই জানে । এখন আপনি যদি এটা আপনি ৫০০ বা ২৫০ টাকা লিখে ফেসবুকে পোস্ট বুস্ট করেন – তেমন কোন ভাল সাড়া পাবেন না এটাই স্বাভাবিক। তাই যে পন্য বা যে বিষয়েই এ্যাড দিবেন তা চিন্তা ভাবনা করে দিবেন। আমাদের/ হলিহক এর কাজ হলো শুধু মানুষের কাছে পৌছে দেয়া। মানুষ বিষয় টা কিভাবে নিবে এটা আপনার চিন্তা করতে হবে।
- বর্তমানে কম বেশি সবাই ফেসবুক ব্যবহার করে। বাংলাদেশে ১০কোটির উপরে ফেসবুক ব্যবহারকী আছে। তাই খুব সহজে যে কোন ধরবেন ক্রেতা বা ভিউয়ার খুজে পাওয়া যায়। যেমন খুশি টাগের্ট করা যায় আমরা হলিহক প্রায় ৫ বছর ধরে বিজ্ঞাপন দিয়ে আসছি শুধু বাংলাদেশে। তাই সামন্য কিছু অভিজ্ঞতা আছে কিভাবে টার্গেট করতে হয়। কিন্তু টার্গেট ছাড়া অনেক কিছু আছে জানা দরকার নিচের ভিডিওটি ভাল করে দেখবে আশা করিঃ