ফেসবুক হলো কম খরচে সহজ মাধ্যম ট্রাভেল এজেন্সি অ্যান্ড ট্যুর কম্পানী গুলোর জন্য। কারণ যারা সবসময় ট্রাভেল করে বা কারা করতে চাচ্ছে এটা জানে। Advanced Facebook targeting tools বা এ বি টেস্ট এর মাধমে সহজে খুজে পাবেন আপনার কাস্টমার।
কিভাবে Tour and travel agency ফেসবুকের মাধমে সফল ভাবে এ্যাড দেওয়া যায়ঃ
ট্রাভেল এজেন্সি অ্যান্ড ট্যুর কম্পানী এর ফেসবুক বিজ্ঞাপন শুরু করার আগে যে বিষয় গুলোও উপর গুরুত্ব দিতে হবেঃ
১) যে ভাবে এ্যাড সাজাবেন বা উপস্থাপনা করবেনঃ ফেসুবক বিজ্ঞাপন প্রথম গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি আপনার বিজ্ঞাপন টা কিভাবে উপস্থাপনা করছেন বা সাজাবেন। ফেসবুকে মানুষ যখন ব্যবহার করে তখন – কেউ আপনার বিজ্ঞাপন দেখতে আসে না। সবাই সবার বন্ধু, খবর বা এন্টারটেইনমেন্টের এর জন্য আসে- তাই আপনাকে এমন ভাবে উপস্থাপনা করতে হবে যেন এক দেখাতেই বিষয় বস্তু পরিস্কার হবে যায়, আপনি যা বুঝাতে চাচ্ছেন।
উপস্থাপনার প্রধান হলো পোস্ট ইমেজ/ ছবি/পোস্টার ডিজাইন এবং দ্বিতিয় হলো লেখা। ছবি বা ডিজাইন তৈরি ক্ষেত্রে অবশ্যই ফেসবুক এর নিয়ম মতে দিতে হবে – তার মধ্যে সবচেয়ে গুরুত্ব হলো ২০% এর কম জায়গায় লেখা। হলি হক ফেসবুক এ্যাড – এর তথ্যা অনুযায়ী – ২০% লেখার বিস্তারিত এখানে জানুন। পোস্ট এর লেখা জন্য মেইন পোস্টে বিস্তারিত এবং এক এক টা পেকেজর জন্য আলাদা আলাদা করে বিস্তারিত দেওয়াই ভাল।
২) উপযুক্ত সময় এবং প্লানঃ আপনি কোন সময় বিজ্ঞাপন ফেসবুকে সাবমিট করলেন, কত দিন চলবে এবং বাজেট কেমন হবে – এটার উপর একটা প্লান তৈরি করতে হবে। যদি রেজাল্ট না আসে তাহলে প্লান বি তৈরি করতে হবে।
৩) সঠিক অডিয়েন্স নিবার্চন করাঃ ঢাকা ২০১৮ (জুন) তথ্য অনুযায়ী ২কোটি মতো ফেসবুক ব্যবহার কারী আছে – তাই সবাই তো আপনার টার্গেন অডিয়েন্স হতে পারে না- তার জন্য আপনার সাঠিক অডিয়েন্স নির্বাচন কার খুব জুরুরি। বিভিন্ন টুলসের মাধমে এবং “এ” “বি” টেস্ট এর মাধেমে – বয়স, লিংঙ্গ, ইন্টারেষ্ট অনুযায়ী অডিয়েন্স নিবার্চন করা যায়। হলি হক ফেসবুক এ্যাড – এর মাধমেও সঠিক ভাবে তা নির্বাচরন করতে পারেন।
Facebook pas design Tour and travel agency
নিচে কিছু ট্রাভেল এজেন্সি অ্যান্ড ট্যুর কম্পানী ফেসবুক বিজ্ঞাপন বা এ্যাড এর ডিজাইন দেওয়া হলোঃ





