ফেসবুক বুস্টিং করে কিভাবে ভাল রেজাল্ট আনা যায়:
শুধু একটা ফেসবুক পেউজ তৈরি করে এ্যাড শুরু করলেই প্রোডাক্ট বিক্রি বা জনপ্রিয় হওয়া যায় না। বেশ কিছু দিন চিন্তা বিবেচনা করে শুরু করতে হয় যেমন-
প্রোডাক্ট বিক্রি ক্ষেত্রেঃ
১) যে প্রোডাক্টসটি নির্বাচন করতে যাচ্ছেন,
প্রথমে – দেখতে হবে বর্তমান বাজার পরিস্থিতিতে কতটুকু উপযোগী বা চাহিদা আছে কিনা।
দ্বিতীয়ত্ব- আর কে কে বিক্রি করছে বা ব্যবসায়ী প্রতিদ্বন্দ্বীরা তাদের কেমন সাড়া পাচ্ছেন।
তৃতীয় – হলো আপনি কেমন করে উপস্থাপন করেছেন মানে আপনি পোষ্ট এর presentation বা পোষ্ট টা কিভাবে সাজানো হয়েছে।
মেয়েদের পোশাক ক্ষেত্রেঃ Facebook Post sample
কমন কিছু ড্রেসের ছরির ক্যটালরগ আছে ঐগুলো কখনো দিবেনা- আনকমন কিছু থাকে দিবেন। কারন এই গুলো খুবই কমন এই গুলো দেখলে কেই অর্ডার করতে চায়না।
আপনি নিজে বা কাউকে মডেল করে পোশাক presentation বা পোষ্ট সাজালে সবচেয়ে বেশী ভাল হয়।
নিচে কিছু উদাহরণ দেওয়া হলোঃ
একটি ডামি কিনেও পোশাক সাজিয়ে ছবি তুলতে পারেন
যাদি কোন মডেল সম্ভব না হয় আপনি – প্রোডাক্ট মার্কেটিং এর জন্য ভাল মোবাইলে বা ক্যমেরায় ছবি তুলে পোষ্ট দিন।
কালারফুল প্রোডাক্ট গুলো বেশী আর্কষন করে তাই …. কালারফুল এর প্রতি বেশী মনোযোগী হওন।

মডেল ডামি ছাড়া ও পোষ্ট সাজানো যায়ঃ

মডেল ডামি ছাড়া ও পোষ্ট সাজানো যায়ঃ

আপনি ইন্টারনেট বা ক্যটালরগের ছবি না দিয়ে – সরাসরি নিজে ছবি তুলে পোষ্ট দিন – বেশী সেল হবে। তবে মনে রাখবেন ছবি তুলার সময়- যেন লাইট ভাল থাকে- দিনের বেলায় বেশী আলোতে, পুরো প্রোডাক্ট ছবি তুলবেন – প্রোডাক্ট এর মাঝখান অংশ দিবেন না। যাদি প্রোডাক্ট এর প্রধান ছবি পুরোটা তুলে বাকি অংশ দেখতে চান তাহলে দিতে পানের।
কালারফুল প্রোডাক্ট গুলো বেশী আর্কষন করে তাই কালারফুল এর প্রতি বেশী মনোযোগী হওন।